চুয়াডাঙ্গায় পরপর দুদিন নতুন রোগী শনাক্ত হয়নি : দেশে করোনা ভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে নোভেল করোনা ভাইরাস নিয়ে দিন দিন দুশ্চিন্তা কমছে। চুয়াডাঙ্গার চিত্রও মন্দ নয়। যদিও আশেপাশে ভাইরাসের উপস্থিতি রেখে অসতর্ক হলে হুট করে সর্বনাশা পরিস্থিতি হয়ে উঠতে পারে। ফলে পরিস্থিতি যতো অমন্দ হোক স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অমনযোগী কিম্বা অবহেলা করা মানেই দায়িত্বজ্ঞানহীনতা।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে গতকাল ২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে একজনেরও কোভিড-১৯ পজিটিভ হয়নি। একজন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পূর্বের ন্যায় ১ হাজার ৬শ ৫৭ জনেই রয়েছে। সুস্থ একজন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৯৫ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে ৩ জন ও বাড়িতে ১৩ জন আইসোলেশনে ছিলেন। গতপরশু পর্যন্ত জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। যার মধ্যে ঢাকায় ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ৪০ জন মারা গেছেন চুয়াডাঙ্গায়। গতপরশু ও গতকাল দুদিনে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর ফলে দেশে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪৯ জন। আর দেশে করোনা রোগীর সংখ্যা সোয়া পাঁচ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ৮ শ ১৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে মোট সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More