চুয়াডাঙ্গা জলো ওলামা দলরে আহ্বায়ক কমটিকিে ফুল দয়িে শুভচ্ছো জানালো সদর উপজলো ওলামা দল

স্টাফ রপর্িোটার: চুয়াডাঙ্গা জলো ওলামা দলরে নবগঠতি আহ্বায়ক কমটিকিে ফুলরে শুভচ্ছো জানয়িছেে চুয়াডাঙ্গা সদর উপজলো ওলামা দল। এই শুভচ্ছো প্রদান অনুষ্ঠানে উপস্থতি ছলিনে সদর উপজলো ও ইউনয়িন ওলামা দলরে নতেৃবৃন্দ। আলোচনাসভা শষেে কমটিরি প্রতি দোয়া ও সহর্মমতিা প্রকাশ করা হয়, যনে তারা দ্বীন ও দশেরে খদেমতে আরও বলষ্ঠি ভূমকিা রাখতে পারনে। অনুষ্ঠানে উপস্থতি ছলিনে জলো ওলামা দলরে আহ্বায়ক মাওলানা মো. আনোয়ার হোসনে, সদস্য সচবি হাফজে মাওলানা মাহবুবুল আলম, সদর উপজলো ওলামাদলরে মো. রাকবিুল ইসলাম, সদস্য সচবি মো. শরীফুজ্জামান সুমন, আলুকদয়িা ইউনয়িন ওলামাদলরে আহ্বায়ক মাওলানা মো. ইমরোজ আলী, সদস্য মো. রফকিুল ইসলাম, মো. রাজন আলী, মোমনপিুর ইউনয়িন ওলামাদলরে আহ্বায়ক মো. মজবিুর রহমান, র্ধম বষিয়ক সম্পাদক মো. মলিন আলী প্রমুখ। অনুষ্ঠানে মাধ্যমে ওলামা দলরে অভ্যন্তরীণ ঐক্য, সহযোগতিা ও দায়ত্বিশীল ভূমকিা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More