চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান আর নেই (ইন্নালিল্লাহে … রাজেউন) । গতকাল মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জে ছেলের বাড়িতে বেড়াতে গিয়ে হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। মৃত্যুকালে ৩ ছেলে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ আসর চুয়াডাঙ্গা সরকারি কলেজ ফুটবল মাঠে মরহুমের  নামাজে জানাযা পড়ান হাফেজ মো. আব্দুল মজিদ। জানাযা শেষে  রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তার  দাফন কাজ সম্পন্ন হয়।

সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযায় মরহুমের সহকর্মী অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এসএম ই¯্রাফিল, অধ্যাপক মো. কামরুজ্জামান, মরহুমের ছাত্র বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, তৌহিদ হোসেন, শেখ সেলিম, মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, মো. শরিফুজ্জামান এবং মরহুমের ছোট ছেলে প্রভাষক টুটুল বক্তব্য রাখেন। এসময় সকলেই মরহুম আব্দুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দোয়া প্রার্থনা করেন। জানাযায় মরহমের প্রাক্তন সহকর্মি, আত্বীয়-স্বজন, প্রতিবেশী ও তার ছাত্ররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : চুয়াডাঙ্গা কলেজ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে যে ৫ জন শিক্ষক ছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন। পরবর্তিতে ১৯৭৯ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ হিসেবে অনুমোদন মেলে। তিনি দর্শনের শিক্ষক ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More