জীবননগর অফিস:জীবননগরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জীবননগর বিএনপির কার্যালয়ে জীবননগর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং শেষে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির
সভাপতি শাহজাহান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, সদস্যসচিব মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ আলী, সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্যদলের আহ্বায়ক জাহিদ, সদস্যসচিব বাদশা মিয়া, পৌর ছাত্রদের আহ্বায়ক রাসেল, সদস্যসচিব, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
অপহরণের ৬ ঘণ্টা পর কলেজছাত্র উদ্ধার, পুলিশের অভিযানে ককটেল হামলা
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.