ঝিনাইদহে আরও ৪জন করোনায় আক্রান্ত

মাথাভাঙ্গা অনলাইন: ঝিনাইদহে নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরো ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলাতে ১, শৈলকূপাতে ২ এবং হরিনাকুন্ডুতে ১ জন রয়েছে। আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪০ টি নমুনার মধ্যে এ ৪ টি পজিটিভ আছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাটে-বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। গাদা-গাদি করে মানুষ কেনা-বেচা করছে। এর মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর দায়িত্বরত টহল কমান্ডার ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার জানান, আমরা সাধ্যমত চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রাখার। তবে মানুষ অযথা ঘর থেকে বের হচ্ছে। এই প্রবণতা দুর করে সকলেই যদি সচেতন হই তাহলে রোধ করা সম্ভব এই করোনা ভাইরাস।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More