মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে আয়োজন করা দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঝড়-বৃষ্টির কারণে প- হয়ে গেছে। এতে করে বিপাকে পড়েছে হাজার হাজার দর্শক। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামার মহেশপুরের দত্তনগরে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। জানা যায়, অনুষ্ঠানে ৩ হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ। তবে এর কয়েক গুণ বেশি মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। প্রশাসনের দায়িত্বরতরা একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয় প্রচ- ঝড়-বৃষ্টি। উপায় না পেয়ে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার দর্শনার্থী ঝড়-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করে। এরমধ্যে বিদ্যুৎ না থাকায় অনেকেই তাদের স্বজনদের হারিয়ে ফেলেন। এদিকে কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকে সমালোচনাও করেছেন। ঘটনাস্থল থেকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ইত্যাদির শুটিং স্থগিত করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা দর্শকদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করলো ভারত
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.