দর্শনা কেরুতে ৬টি চিনিকলের মূল্যায়নসভায় করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র আখচাষিরাই চিনিকলের প্রাণ সেক্ষেত্রে তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে

দর্শনা অফিস: কেরুতে দেশের ৬টি চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মরসুমের মূল্যায়নসভা অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপি এ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে উদ্বোধনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ড. লিপিকা ভদ্র বলেন, আমাদের একটি কথা মনে রাখতে হবে, কৃষি প্রধান দেশে চাষিরাই প্রাণ। যুগযুগ ধরে চাষিকূল আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করেছে। তেমনিভাবে দেশের চিনি শিল্পকে বাচাতে হলে চাষি ভাইদের এগিয়ে আসতে হবে সবার আগে। সেক্ষেত্রে বেশী বেশী করে আখ চাষের মধ্য দিয়েই সম্ভব দেশের এ মূল্যবান সম্পদ চিনিশিল্পকে রক্ষা করা। কৃষকদের পাশাপাশি মিলের কর্মকর্তাদের আন্তরিক হতে হবে। কৃষকদের সুযোগ-সুবিধার ব্যাপারে রাখতে হবে খেয়াল। কৃষকরা আখচাষের দিকে ঝুকে পড়ে সেদিকে নজর দিতে হবে। চিনিকলের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব মিলের কর্মকর্তাদের। তাই আসুন সকল অনিয়ম, দুর্নীতিকে মোকাবেলা করে বাংলাদেশকে একটি শিল্প সমৃদ্ধশীল করে গড়তে সকলেই আন্তরিক হই। এ সভায় কেরুজ চিনিকল, নাটোর সুগার মিলস্, ফরিদপুর সুগার মিলস্, নর্থবেঙ্গল সুগার মিলস্, মোবারকগঞ্জ সুগার মিলস,্ ও সংযুক্ত রেণউইক যজ্ঞেশ্বরের কর্মকর্তারা অংশ নেন। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুল্যায়ন সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, করপেরোশনের পরিচালক (উৎপাদন প্রকৌশল) সাঈদ উর-রহমান, প্রধান প্রকৌশলী মাহমুদুল হক, প্রধান রসায়নবিদ আনিসুল আজম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানার) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) রাজিবুল হাসান, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালিব প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More