দামুড়হুদার চারুলিয়া-হেমায়েতপুর ভৈরব নদে জমাট বাঁধা কচুরিপানা তৈরি হলো অস্থায়ী খেলার মাঠ

নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার চারুলিয়া ও হেমায়েতপুর অংশে ভৈরব নদে হঠাৎ করে জমাট বাঁধা অতিরিক্ত কচুরিপানা কোমলমতি শিশুদের ফুটবল খেলার মাঠে পরিণত হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় সম্প্রতি এলাকাজুড়ে এ নিয়ে কৌতূহলের শেষ নেই। পানির গতি প্রবাহ ধীর হওয়ার এমন পরিস্থিতিতে বিষাক্ত প্রাণীর বিস্তার ঘটার আশঙ্কা।
স্থানীয়রা জানান, নদীতে প্রতি বছরই কিছুটা কচুরিপানা জমে। তবে এবারের মতো এত বেশি ও ঘনভাবে কচুরিপানা জমে থাকা নজিরবিহীন। ব্রিজের নিচে এসে আটকে থাকা কচুরিপানার কারণে পানি বের হতে পারছে না, যা নদীর স্বাভাবিক গতিপথকে রুদ্ধ করে ফেলেছে। এ অবস্থায় কচুরিপানার উপর জমে থাকা শক্ত পৃষ্ঠটিকে সুযোগ হিসেবে নিয়েছে এলাকার শিশুরা। প্রতিদিন বিকেল হলেই এখানে শুরু হয় ফুটবল খেলা। নদী পাড়ের মানুষজনও ভিড় করেন ব্যতিক্রম এই দৃশ্য উপভোগ করতে। স্থানীয় যুবক রাসেল ও ফয়সাল জানান, গতকাল মঙ্গলবার বিকালে আমরা মোটরসাইকেল চালিয়েছি কচুরিপানার উপর দিয়ে। কিন্তু তাও দামে ভাঙন ধরেনি। এতোটাই শক্ত জমাট হয়ে আছে। অন্যদিকে, নদীর পানির প্রবাহ থেমে থাকায় জমে উঠছে দুর্গন্ধ এবং বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। নদীপাড় দিয়ে চলাফেরা করতেও এখন অনেকে আতঙ্কিত। স্থানীয়দের আশঙ্কা, এমন পরিস্থিতিতে সাপ বা অন্য বিষাক্ত প্রাণীর বিস্তার ঘটতে পারে।
যদিও এই অস্থায়ী খেলার মাঠ আপাতত শিশুদের আনন্দের কেন্দ্র হয়ে উঠেছে, তবে দ্রুত ব্যবস্থা না নিলে এটি জনস্বাস্থ্যের ঝুঁকিতে রূপ নিতে পারে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসী দ্রুত কচুরিপানা পরিস্কার ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More