দেশে মহামারি করোনায় আরও ৩৩ জনের মৃত্যু : শনাক্ত ২৯৯৬

ঢাকা অফিস: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৯৬ জনের করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এপর্যন্ত মারা গেলেন ৩ হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) দেশে মহামারি করোনা ভাইরাস নিয়ে নিয়োমিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ বলে জানান তিনি।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More