ধেয়ে আসছে টাইফুন ‘রাগাসা’, আঘাত হানবে কোথায়?

ফিলিপাইনে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’। স্থানীয় সময় সোমবার সকাল থেকে এর প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘণ্টায় বাতাসের গতি ২১৫ থেকে ২৬৯ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ১০ হাজারেরও বেশি মানুষকে স্কুল ও আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘রাগাসা’ আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনের দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে-এর পরিপ্রেক্ষিতে ৩৬ ঘণ্টায় ৫০০ ফ্লাইট বন্ধ বাতিল করতে পারে হংকং বিমানবন্দর। এছাড়াও চীনের শেনজেন শহর থেকে ইতোমধ্যে ৪ লাখ মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের আগে বৃষ্টির তোড়ে সরকার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহর ও লুজনের বিশাল অংশজুড়ে সব কাজকর্ম ও পাঠদান স্থগিত ঘোষণা করেছে। বিদ্যুৎ বিভ্রাট, ভূমিধস, বিপজ্জনক সমুদ্র ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

অন্তত দুই ডজন অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। বন্দরগুলোতে ফেরি যোগাযোগও বন্ধ রয়েছে।

‘রাগাসা’ যদিও তাইওয়ানে আঘাত হানছে না, তবুও এর কারণে দ্বীপটির পূর্ব উপকূলে তুমুল বৃষ্টি ঝরবে বলে আশঙ্কা করা হচ্ছে। তারা সমুদ্র ও স্থলে ঝড়ের সতর্কতা জারি করেছে, ১৪৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এবং পাহাড়ি দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে প্রায় হাজারখানেক লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বাহিনীগুলোকে ঝড়টি পর্যবেক্ষণে রাখতে দিনকয়েক পরে ঝড়টির সম্ভাব্য আছড়ে পড়া মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

চীন একাধিক দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বন্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ সচল করেছে, মঙ্গলবার রাত থেকে ওইসব এলাকায় তুমুল বৃষ্টি হতে পারেও পূর্বাভাসে বলছে তারা।

হংকং বলেছে, তাদের বিমানবন্দর এখনও খোলাই আছে, তবে এর কার্যক্রম সীমিত করে আনা হবে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে কার্যক্রম অনেকটাই সীমিত থাকবে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বুধবারের ফ্লাইটগুলো। ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স জানিয়েছে, টাইফুনের কারণে তাদের প্রায় ৫০০ ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

ম্যাকাও এবং ঝুহাই-ও প্রস্তুতি নিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

সোমবার সকালে হংকংয়ের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করা শুরু করতে দেখা গেছে। সুপার মার্কেটগুলোতে দেখা গেছে মানুষের দীর্ঘ সারি, অনেক জায়গায় এরই মধ্যে দুধের মতো পণ্য ফুরিয়ে গেছে, কাঁচা বাজারে কোথাও কোথাও সবজি বিক্রি হয়েছে অন্যান্য সময়ের তুলনায় তিনগুণ দামে, বলেছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More