স্টাফ রিপোর্টার: ফরিদপুরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রীজের ওপর। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ওই তিন জন হলেন, চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পীরপুর গ্রামের সহিরউদ্দিনের ছেলে আতিয়ার শেখ (৫৫), একই উপজেলার বোয়ালমারী গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের সিদ্দিকের মেয়ে সুবর্না আক্তার (২৩)। সুর্বনা আক্তার নওগা জেলার বাদলগাছি উপজেলার বইকুন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। বড়গুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রনজিত চন্দ্র দাস (৪৮)। রনজিত চন্দ্র দাস চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এরিয়া সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স দুটি পরিবহন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নারী ও দুই জন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকায় নেয়ার পথে শারমিন আক্তার মারা যান। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান চাঁন বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, চারজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ চৌধুরী জানান, নিহতরা সবাই রয়েল পরিবহনের যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় রয়েল পরিবহনের চালক আলমগীর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে দর্শনা ডিলাক্স বাসের চালকের কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ওসি জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনাকবলিত বাস দুটি কাগজপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, ফরিদপুরের কানাইপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দামুড়হুদা উপজেলার এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কানাইপুর বাজারসংলগ্ন এলাকায় দর্শনা ডিলাক্স পরিবহন ও রয়েল পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), এছাড়া নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামের ব্যবসায়ী আশরাফুলের স্ত্রী শারমিন আক্তার। তিনি ঢাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি এক সন্তানের জননী। এছাড়া পিরপুরকুল্লা গ্রামের ব্যবসায়ী আতিয়ার শেখ ঢাকায় স্ত্রীর চিকিৎসার জন্য গিয়েছিলেন। ফেরার পথে তিনি মারা যান। তার স্ত্রী বর্তমানে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.