স্টাফ রিপোর্টার: ঢাকার উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে চুয়াডাঙ্গায় বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের নবনির্বাচিত আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা মাহাবুল হকসহ সকল ইউনিট এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.