মাথাভাঙ্গা মনিটর: আফ্রিকায় আল কায়েদার অঙ্গসংগঠন জামা’আ নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) দাবি করেছে, তারা বেনিনের উত্তরাঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৭০ জন সেনাকে হত্যা করেছে। গত এক দশকেরও বেশি সময়ে বেনিনে জিহাদিদের দাবিকৃত এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ। খবর রয়টার্সের। পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ বেনিন ও এর প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হামলার শিকার হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো সাহেল অঞ্চল ছাড়িয়ে এই উপকূলীয় অঞ্চলে তাদের উপস্থিতি বাড়িয়েছে। এসআইটিই জানায়, জেএনআইএম বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বেনিনের উত্তর-পূর্বাঞ্চলের আলিবোরি বিভাগের কান্দি প্রদেশে দুটি সামরিক পোস্টে হামলা চালিয়ে ৭০ সেনাকে হত্যা করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.