বেলগাছী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীর জামায়াতে যোগদান সংক্রান্ত সংবাদের বিএনপির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: বেলগাছী হউনিয়নে ৩ শ’ বিএনপি নেতা কর্মী জামায়াতে যোগদানের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আলমডাঙ্গা উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বেলগাছী ইউনিয়নের ৩ শ’ বিএনপি নেতা কর্মী জামায়াতে যোগ দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির বহিঃস্কৃত এক নেতা যিনি জামায়াতের দলীয় প্রার্থীর আপন বোনের ছেলে। তার আত্মীয় স্বজন ও আওয়ামীলীগের কিছু কর্মী সমর্থককে জামায়াতে যোগদান দেখিয়ে বিএনপির নেতা কর্মী হিসেবে দেখিয়ে সংবাদ পরিবেশন করেছে। যা সম্পূর্ন মিথ্যা ও ভুয়া। প্রকৃতপক্ষে, বিএনপির কোন নেতা কর্মী জামায়াতে যোগদান করে নাই। বি.এন.পি একটি সুসংগঠিত দল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু সফল হয়নি। এখন তো প্রশ্নই ওঠেনা। বিএনপি অতীতে ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থকবে ইনশাল্লাহ। বিএন পি যারা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই করে।
আমরা আলমডাঙ্গা উপজেলা বিএনপি, উক্ত ভুয়া ও মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More