ভর্তি পরীক্ষায় চমক দেখালেন চুয়াডাঙ্গার মেয়ে আমিনা : হতে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

স্টাফ রিপোর্টার: ছয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে চমক দেখিয়েছেন চুয়াডাঙ্গার মেয়ে আমিনা ইসলাম। তিনি ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মোট ৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। তবে ভর্তি হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। আমিনা ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার এসএম নাজমুল ইসলাম মানিক ও সাবিনা ইয়াসমিনের একমাত্র সন্তান এবং প্রাক্তন উপজেলা সমবায় অফিসার প্রয়াত এসএম নজরুল ইসলাম ও জেবুন নাহারের নাতনি। আমিনার পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন আমিনা ইসলাম। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে আমিনা ইসলাম ৫৯তম অবস্থান করে নেন এবং সেখানে ইংরেজি বিভাগে ভর্তি হন। এছাড়া আমিনা ইসলাম ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে মেধা তালিকায় ১২১তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৭৫৯তম, একই বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ৮০৫তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৯৭৭তম এবং গুচ্ছ’র ‘বি’ ইউনিটে ৪৩৯তম হয়েছেন। ভবিষ্যতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান। এ জন্য জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More