ভালুকের আক্রমণের শিকার পাকিস্তানি সংগীতশিল্পী

পাকিস্তানের খ্যাতনামা জনপ্রিয় সংগীতশিল্পী কুরতুলৈন বালুচ ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে সংগীতজীবনের যাত্রা শুরু করেন। এরপর ‘কোক স্টুডিও পাকিস্তান’ শীর্ষক সংগীতানুষ্ঠানের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

সেই সংগীতশিল্পী অবকাশযাপনে ভ্রমণে গিয়ে পড়লেন বড় বিপদে। হলেন ক্ষতবিক্ষত। জঙ্গলে ঘুরতে গিয়ে ক্ষতবিক্ষত করলেন তার হাত। কোন বিপদ ডেকে আনলেন তিনি?

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে যান কুরতুলৈন। সেখানে নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। আচমকাই বাদামি ভালুকের আক্রমণ। হাত একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে এ গায়িকার। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে, তা সারতে সময় লাগবে বলেই জানানো হয়েছে এ সংগীতশিল্পীর টিমের তরফ থেকে।

এমন বিপদের দিনে তার গোপনীয়তা রক্ষা হোক, আবেদন করা হয়েছে তার টিমের তরফ থেকে। পাক ধারাবাহিক ‘হমসফর’-এ ‘ওহ হমসফর থা’ গানটি সীমান্তের দুই প্রান্তেই সমান জনপ্রিয়। এ ছাড়া ভারতীয় ছবি ‘পিঙ্ক’-এ ‘কারি কারি’ গানটি গেয়েছিলেন কুরতুলৈন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More