মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থামছেই না : আরও ১৩ জন আটক ভারতে বাংলাদেশীদের মারধরের অভিযোগ ৭ দিনে ফিরলো আড়াই’শ
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থামছেই না। প্রতিদিন ভারত থেকে শত শত বাংলাদেশী মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ভারতে তাদের মারধর ও নির্যাতন করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেন। এদিকে শুক্রবার ভারত থেকে দেশে ফেরার সময় নারী ও শিশুসহ ১৩ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই নিয়ে এক সপ্তায় প্রায় আড়াই’শ বাংলাদেশী ভারত থেকে অনুপ্রবেশ করেছে। তবে যশোরের জাষ্টিস এন্ড কেয়ার সুত্র জানায়, একসপ্তায় শুধু নারি ও শিশু ১৭২ জনকে আশ্রয় দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়ায় এক নারী ও শিশুসহ ৩ জন, খোশালপুর বিওপিতে দালাল স্বপন তালুকদারসহ ৩ জন, শ্যামকুড় বিওপিতে ৪ জন, বাঘাডঙ্গা বিওপিতে এক নারী ও শিশুসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃত ১৩ জন মাদারীপুর, খুলনা, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। এদিকে বিজিবির, মাটিলা বিওপি এলাকায় পৃথক অভিযান ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.