ভ্রাম্যমাণ প্রতিনিধি: গত সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ দূর্ঘটনার পর আহতদের জন্য শুরু হয় ব্লাডের আহাজারি। ঠিক সেই মুহুর্তে ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের জীবন বাচাতে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সন্তান হাফেজ গোলাম রাব্বীর প্রচেষ্টায়, আলমডাঙ্গা ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে ৩১ ব্যাগ ব্লাড ন্যাশনাল বার্ন ইনিস্টিটিউটে ডোনেট করা হয়। সারাদেশসহ ঢাকার মানুষ যেখানে অস্থিরতার ভিতরে সেখানে আলমডাঙ্গা ব্লাড ফাউন্ডেশনের এই অবদান, আলমডাঙ্গাবাসির জন্য প্রশংসনীয়। ব্লাড ম্যানেজকারী, হাফেজ গোলাম রাব্বী, আলমডাঙ্গা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সহ:প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাথাভাঙ্গাকে জানান গত সোমবার যোহরের নামাজের পর দুপুর ২ টার দিকে যখন ব্লাডের জন্য আকুতি করছিলো সবাই, তখন থেকে ঢাকাতে থাকা তার সকল বন্ধু এবং সেচ্ছাসেবীদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে সেখানে গিয়ে ব্লাড দেয়া হয়। এখনো পর্যন্ত কাজ চলমান। হাফেজ গোলাম রাব্বী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মো. লিয়াকত আলী মন্ডলের মেজো ছেলে। তার এই কাজে তার পরিবারসহ এলাকার সবাই সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.