মেহেরপুর ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আব্দুল করিম সভাপতি মনিরুল ইসলাম সম্পাদক নির্বাচিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিরেশে ভোটগ্রহণ পর্ব চলে। ভোট গণনা শেষে এদিন রাত ১১টার দিকে ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আব্দুল করিম মোমবাতি প্রতীক নিয়ে ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম হারিকেন প্রতীক নিয়ে ৫৪৫ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম দোয়াত-কলম প্রতীক নিয়ে ৪১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওশাদ আলী ছাতা প্রতীক নিয়ে ৩৮৬ ভোট পান।
এছাড়া অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহসভাপতি পদে নজরুল ইসলাম সিলিং ফ্যান প্রতীকে ৭৭১ ভোট, সহসাধারণ সম্পাদক পদে রাসেল দেওয়াল ঘড়ি প্রতীকে ৬৬৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আলেক উদ্দিন চাকা প্রতীকে ৪৭২ ভোট, কোষাধ্যক্ষ পদে খন্দকার নাফিজুর আম প্রতীক নিয়ে ৪৩০ ভোট, প্রচার সম্পাদক পদে মিলন আলী মাইক প্রতীকে ৫২৭ ভোট, দফতর সম্পাদক পদে মোতালেব শেখ করাত প্রতীকে ৫১৪ ভোট, প্রমিক কল্যাণ সম্পাদক পদে জালাল উদ্দিন এরোপ্লেন প্রতীকে ৫১২ ভোট, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ইস্রাফিল হোসেন ব্যাটবল প্রতীকে ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া কার্যকারী সদস্য পদে মজনু সরদার চশমা প্রতীকে ৬১৭ ভোট, মাজেদুল হক তলোয়ার প্রতীকে ৫৪৪ ভোট, ছাবদার আলী মোরগ প্রতীকে ৪৮৪ ভোট, সাইফুল ইসলাম কবুতর প্রতীকে ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাড. ইব্রাহিম শাহিন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আমিনুল ইসলাম খোকন, অ্যাড. আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান হিরণ ও রাহিনুজ জামান পোলেন। আইনশৃঙ্খলা রক্ষায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ দারা খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More