স্টাফ রিপোর্টার:মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাউত বলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবে পরিচিত। তিনি সামাজিক মাধ্যমে কখন কী বলেন, তা বলা মুশকিল। একের পর এক আলোচনা-সমালোচনা লেগেই আছে।
বলিউডে অভিনয় করতে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন অভিনেত্রী। ২০২৪ সালে বিজেপির হয়ে ভোটে লড়ে মান্ডির সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। এখন তিনি পুরো দস্তুর রাজনীতিবিদ। কিন্তু এর মধ্যেই অভিনেত্রী রাজনীতি করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন। বছর ঘুরতেই না ঘুরতেই রাজনীতি নিয়ে তৈরি হওয়া আক্ষেপ এক এক করে শেয়ার করে নেন কঙ্গনা রানাউত। এখন রাজনীতিতে আর তার মন টিকছে না। তিনি জানতেনই না রাজনীতিতে এত কাজ করতে হয়। তাই আবার অভিনয়ে মন দিয়েছেন মান্ডি কেন্দ্রের এ সংসদ সদস্য।
রাজনীতিতে মন টিকছে না— এর আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। কঙ্গনা রানাউত জানিয়েছিলেন যে, রাজনীতিতে এত কাজ করতে হয় তা তার ধারণাই ছিল না।
বলিউডের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার তৃতীয় অংশের জন্যও প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা রানাউত। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমাটিও বক্স অফিসে সাড়া ফেলেছিল। আগামী ২০২৬ সালে এ সিনেমার তৃতীয় অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে। ‘কুইন ২’-এর শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ এল রাইয়ের এ সিনেমার কাজ শুরু করবেন অভিনেত্রী। তার বিপরীতে এবারও দেখা যাবে আর মাধবনকে। তবে এখনো সেই প্রসঙ্গে সিনেমার নির্মাতা কিংবা কঙ্গনা রানাউত, কেউ-ই মুখ খোলেননি।
উল্লেখ্য, কঙ্গনা রানাউতের শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে সফল হতে পারেনি। কিন্তু তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’র মতো সিনেমার জন্য বারবার প্রশংসিত হয়েছেন তিনি। এবার নাকি নিজেরই বেশ কয়েকটি সিনেমার সিকুয়েল নিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন তিনি। আগামী নভেম্বরেই ‘কুইন ২’সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। ছবির চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে। লন্ডনে সিনেমার রেকি চলছে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.