‘সাংবাদিকের সঙ্গে পরকীয়া করেন আমির, আছে সন্তানও’

আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি। আমির পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং অবৈধ এক সন্তানের জনকও হয়েছেন দাবি করেছেন ফয়সাল খান।

এর আগেও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফয়সাল। এবার সরাসরি সংবাদ সম্মেলন করে নতুন অভিযোগ সামনে আনলেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে ফয়সাল খান লিখেছেন, তিনি আর পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।

ফয়সাল বলেন, রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই আমির এক সাংবাদিক জেসিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তাদের এক অবৈধ সন্তানও রয়েছে। যদিও এতদিন এ বিষয়ে আমির বা জেসিকা কেউ-ই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, একসময় তাকে মানসিক রোগী ‘স্কিৎজোফ্রেনিয়া’র রোগী আখ্যা দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে ঘরবন্দি করে রেখেছিলেন আমির। কেড়ে নেওয়া হয়েছিল মোবাইল, বাইরে যাওয়ার অনুমতিও ছিল না। দেহরক্ষীর নজরদারিতে নানা ওষুধ খাওয়ানো হতো তাকে।

যদিও এর আগেই পরিবারের পক্ষ থেকে ফয়সালের এসব দাবি ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও কষ্টদায়ক’ বলে খণ্ডন করা হয়েছে। সেই বিবৃতিতে আমিরের সাবেক স্ত্রী রিনা দত্ত, ছেলে জুনায়েদ খান, মেয়ে ইরা খান, কিরণ রাও, মনসুর খান, ইমরান খানসহ পরিবারের অন্যান্য সদস্য স্বাক্ষর করেছেন।

ফয়সাল খান নব্বই দশকে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় আসতে পারেননি। পরে ২০০০ সালে আমিরের সঙ্গে ‘মেলা’ সিনেমায় অভিনয় করেছিলেন। তবে ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান ফয়সাল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More