স্টাফ রিপোর্টার: সোনালী লাইফ ইন্স্যুরেন্স চুয়াডাঙ্গা সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মকবুল হোসেনকে দায়িত্ব থেকে বহিস্কার প্রদান করা হয়েছে। অনিবন্ধিত প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে গত ১০ এপ্রিল সিনিয়র ম্যানেজার কাউছার আহম্মেদ রাসেলের স্বাক্ষরিত পত্র লিখিত কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয়। ব্রাঞ্চ ম্যানেজার মো. মকবুল হোসেন বর্ণিত অভিযোগের যথাযথ সদুত্তর দিতে না পারাই গত ৩০ এপ্রিল সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভার সিদ্ধান্তে চূড়ান্ত বহিষ্কার করা হয়। এখন থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহকদের তার সাথে সকল প্রকার অর্থনৈতিক লেনদেন না করার আহ্বান করা যাচ্ছে
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.