হাসিনার আরও দুই লকার জব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।দুটি লকারই রাজধানী ঢাকার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে।

সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এরমধ্যে একটির লকার নং ৭৫৩ ও চাবি নং ২০০; অপরটির লকার নং ৭৫১ ও চাবি নং ১৯৬।

তবে এই লকার দুটিতে কী রয়েছে তা বিস্তারিত জানায়নি এনবিআর। খুব শিগগিরই লকার দুটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে পূবালী ব্যাংকে শেখ হাসিনার আরও একটি লকার ও দুটি হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ওই লকারটির নম্বর ১২৮। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটি হিসাবে পাওয়া গেছে ৪৪ লাখ টাকা। হিসাব দুটিতে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছে সিআইসি। গোপন সংবাদের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়।

গত বছর ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ঘটনা তদন্ত করছে। এর অংশ হিসেবে শেখ হাসিনার আরও দুই লকার জব্দ করল এনবিআর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More