১ ও ৩১ অক্টোবর দেখা যাবে ব্লু মুন

স্টাফ রিপোর্টার: বিভিন্ন রেস্তরাঁ বা হোটেলের নাম হলেও এবার বাস্তবিক অর্থে দেখা যাবে ব্লু মুন বা নীল চাঁদ। আগামী ১ এবং ৩১ অক্টোবর আঁধার কালো আকাশের বুকে দেখা যাবে নীল চাঁদ। বিজ্ঞানীর বলছেন, অক্টোবর মাসে দুটি পূর্ণিমা হবে আর তাই দেখা যাবে নীল চাঁদ। আর পুরো বিশ্বের সর্বত্র একসঙ্গে এমন নীল চাঁদ দেখার এই ঘটনাটি ঘটবে মাত্র দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৪৪ সালে প্রথমবারের মতো সর্বত্র এমন ব্লু-মুন দেখা গিয়েছিলো। তবে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে আংশিকভাবে আরও কয়েক দফা ব্লু মুন দেখা গিয়েছিল। ২০০১ সালে সর্বশেষ এমনটা হয়েছিলো। সাধারণত ১৯ বছর পর পর পৃথিবীবাসী ব্লু মুন দেখার সুযোগ পায়। সেই হিসেবে এবার ২০২০ সালে আবারও এসেছে ব্লু মুন। এরপর ২০৩৯ সালের আগে আর ব্লু মুন দেখা যাবে না। তবে সেবার পুরো পৃথিবী থেকেই একসঙ্গে ব্লু মুন দেখা যাবে কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More