ফিনল্যান্ডে ধীর গতিতে কমছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা

জামান সরকারঃ হেলসিংকি থেকে, 

স্ক্যান্ডিনেভিয়ার দেশ ফিনল্যান্ডে ধীর গতিতে কমছে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা। বৃহঃবার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের বরাত দিয়ে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮৮ জনে। ফিনল্যান্ডে গত দুই সপ্তাহের প্রতি ১,০০,০০০ বাসিন্দার মধ্যে গড়ে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফিনল্যান্ডে ধীর গতিতে কমছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যাকরোনা রুখতে গতকাল বৃহঃবার পর্যন্ত ফিনল্যান্ডে ১,৫৯,৪২৪ (২,৮৮%) জন বাসিন্দাকে করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে। ৫৫,৪৪,৭৯৪ জনসংখ্যা অধ্যুষিত দেশটির আয়োতন ৩,৩৮,৪৪০ বর্গ কিলোমিটার।

ফিনল্যান্ডের প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যাদের মৃত্যু হয়েছে তারা ৯০ শতাংশেরও বেশি দীর্ঘমেয়াদি হৃদরোগ এবং ডায়াবেটিসে আক্রান্ত। তা ছাড়া ফুসফুসে রোগসহ এক বা একাধিক জটিল রোগেও অনেক করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে এ ধরনের অন্তর্নিহিত রোগে আক্রান্তরা প্রায় ৯৯ ভাগ বয়স্ক। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More