চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘরে আলোচনাসভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত

ডা. শাহীনূর হায়দার সভাপতি পুনর্নির্বাচিত : সম্পাদক আজাদ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের আলোচনাসভা ও পাক্ষিক সাহিত্য আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভা থেকে সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাচিত করা হয়। জেলা লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে কবি-সাহিত্যিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল গফুর, সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, দর্শনা সরকারি করেজের প্রভাষক রুমানা পারভীন, কবি ওমর আলী মাস্টার, শিক্ষক আকলিমা খাতুন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাহিত্যপ্রেমী ব্যক্তিত্ব শ্রী সুরেশ কুমার আগরওয়ালা, আবুল কাশেম মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি-সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন আনতে পারেন। স্বরচিত সাহিত্য পাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠানে লেখা আবৃত্তি করেন আশিকুজ্জামান আসাদ, ছোটমনি উম্মে ফাতেমা, অহনা হাবীব, রাইনা, রোআন, ঈশিতা পারভীন, শাপলা, আবুল কাশেম, আসাদুজ্জামান, নজরুল ইসলাম, মুরশীদ, হাজি আবদুর রশিদ, হেলাল উদ্দীন, অশোক দত্ত, শরিফ জামান চৌধুরী, অশোক কুমার ঘোষ, জহুরুল ইসলাম, আঁখি তারা, ইনতাজুল, ফয়সাল আহম্মেদ, দিলরুবা খান খুকু, রাজিয়া আক্তার রেখা, আবদুল আলীম, শাহাদৎ হোসেন লাভলু, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, কর্ণদেব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত অতিথি ও কবি-সাহিত্যিকরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি আনছার আলী, ইদ্রিস ম-ল, শান্ত, চামেলী, সাহিদা, তাজরিমা, আসমা প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা শেষে ডা. শাহীনূর হায়দারকে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে কবি আবুল কালাম আজাদকে নির্বাচিত করেন উপস্থিত সদস্যরা। সমগ্র অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপন করেন কবি জাকিয়া সুলতানা ঝুমুর, ফয়সাল আহম্মেদ ও আবুল কালাম আজাদ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More