চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি

শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি -১৪৩২ তম আসরে আব্দুস সালাম দৌলতীর একক কাব্যগ্রন্থ ‘বলবে কথা বলবে’ এর মোড়ক উন্মোচন। গতকাল বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। ১৪৩২তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। পদধ্বনি আসরের শুরুতেই আব্দুস সালাম দৌলতীর একক কাব্যগ্রন্থ ‘বলবে কথা বলবে’ এর মোড়ক উন্মোচন করা হয়।অতঃপর তার কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন সুমন ইকবাল,ফয়সাল আহমেদ(দর্শনা),মেহজাবিন শাপলা(দর্শনা),নজরুল ইসলাম(দর্শনা) ও মুর্শিদ আলম(মদনা)। মোড়ক উন্মোচন পর্বে শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা করেন অমিতাভ মীর। অনুভূতি ব্যাক্তসহ কবিতা পাঠ করেন ‘বলবে কথা বলবে’ কাব্যগ্রন্থের কবি আব্দুস সালাম দৌলতী।এই কাব্যগ্রন্থের উপর মুল আলেচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা ও বাংলা বিভাগের সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদকনজির আহমেদ সূচনা বক্তব্য দেন । নজির আহমেদের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন সুমন মালিক,মুর্শিদ আলম,নজরুল ইসলাম,মেহজাবিন শাপলা,সুমন ইকবাল, হারুন-অর রশিদ,ফয়সাল আহমেদ,এম এ মামুন। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন এ্যাড. বজলুর রহমান ।সংগীত পরিবেশন করেন মেহজাবিন শাপলা। পঠিত লেখার উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ ।আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় শ্রমিকলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস । এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃহেদায়েত উল্লাহ, রিচার্ড রহমান,আহাদ আলী মোল্লা, মোঃ আলাউদ্দীন, অধ্যক্ষ শাজাহান আলী বিশ্বাস ও রতন আলী। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। লেখিয়ে বন্ধু ও সাহিত্যানুরাগী ছাড়াও যে-কেউ প্রতি শুক্রবার বিকালে অনুষ্ঠেয় এই সাহিত্য আসরে অংশগ্রহণ করতে পারেন। প্রতি শুক্রবার বিকাল ৪টায় সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানানো হল পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More