ফিলিস্তিনির ওপর অমানবিক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা প্রগতি লেখক সংঘের সাহিত্যসভা

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনির ওপর অমানবিক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা প্রগতি লেখক সংঘের সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘ঝড়ষরফধৎরঃু রিঃয চধষবংঃরহরধহং ্ ঠবৎংবং ভড়ৎ চবধপব’ শীর্ষক সাহিত্যসভায় আলোচনা, নির্বাচিত ও স্বরচিত কবিতা পাঠ এবং শান্তির স্বপক্ষে যুদ্ধবিরোধী গান পরিবেশিত হয়। সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতিমূলক এ সাহিত্যসভায় আলোচনা করেন হাবিবি জহির রায়হান, অ্যাড. বজলুর রহমান, খলিলুর রহমান, পিন্টু রহমান, অধ্যাপক আব্দুল মোহিত, কৃতী চিত্রশিল্পী জি. এম. জোয়ার্দ্দার এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। নির্বাচিত কবিতা আবৃত্তি করেন আমিনা রহমান লিপি, রোকন রেজা, মনিরুজ্জামান মানিক ও অ্যাড. বজলুর রহমান; স্বরচিত কবিতা পাঠ করেন আফসানা মাহজাবিন শাপলা, হেলাল উদ্দিন বিশ^াস, সুমন মালিক, কাজল মল্লিক, হুমায়ুন কবীর, আনছার আলী, আহাদ আলী মোল্লা, ইদ্রিস ম-ল ও চিত্তরঞ্জন সাহা চিতু; সঙ্গীত পরিবেশন করেন শাওন কুমার রায়, রাকিব হাসান, এস. এম. সেলিম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ফকির, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, লিটু বিশ^াস, মুস্তাফিজ ফরায়েজি, মাসুদ আরিফ মানু, আলী হোসেন, ফরিদ হোসেন, প্রশান্ত কুমার, তন্ময় রায়, বিপ্লব সাহা, মিশেল প্রমুখ লেখক ও সংস্কৃতি-কর্মীবৃন্দ। বেলা সাড়ে ১২টায় পদযাত্রা শুরু হয়ে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত মানববন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More