সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
টিপ্পনী-ওরা সবাই মিলে
আহাদ আলী মোল্লা
প্রতারণার ধরন দেখুন
শিউরে ওঠে গা,
আটক করো বিচার করো
তাও বলা যায় না।
ওদের আছে খুঁটির জোর
পয়সা টাকা গুটির জোর
বললে বিপদ আরও;
ইচ্ছে মতোন চলে ফেরে
ধার ধারে না কারো।
কোনো কালেও…
টিপ্পনী-বাড়ি যাবেন কবে
আহাদ আলী মোল্লা
দশ দশ দিন করেন চুরি
গেরস্তের একদিন,
আজকে হবে কঠিন বিচার
জেলের সাজা নিন।
কামাই করার মুরোদ আছে
গায় গতরে গোশ
খাটেন না তাও মাঠে ঘাটে
এটাই ভীষণ দোষ।
এবার দেখুন ভেবে সবাই
কী…
টিপ্পনী-কঠোর পদক্ষেপ
আহাদ আলী মোল্লা
যারা করেন বগর বগর
মুখে মারুন টেপ,
প্রশ্ন ফাঁসের জন্য কঠোর
চাচ্ছি পদক্ষেপ।
স্রোতের পানে গা ভাসিয়ে
অমন করে না ভাসিয়ে
ব্যবস্থা নিন সত্তর,
অসৎ লোকের হাতে কেন
দিচ্ছো কাগজপত্তর?…
টিপ্পনী-ধরতে হবে তাড়িয়ে
আহাদ আলী মোল্লা
আমরা সবাই ভুলের শিকার
ভুলের ওপর দাঁড়িয়ে-
মিথ্যে অনেক ভাষণ ঝাড়ি
দুই দুটো হাত নাড়িয়ে।
আকাম কুকাম করছি হাজার
নিজের সীমা ছাড়িয়ে,
লোভ দেখালেই ঠিক না বেঠিক
যাচ্ছি তাতেও ঘাড়িয়ে।…