সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
টিপ্পনী-সোনার দাম
আহাদ আলী মোল্লা
বাড়ে বাড়ুক কমে কমুক
সোনা রুপোর দাম,
জিন্দেগিতে নিইনে মুখে
গয়নাগাটির নাম।
আলু বেগুন পটোল কিনি
চালের সঙ্গে লবণ চিনি
সোডা সাবান তাও,
খিদের জ্বালায় সারা বছর
যাই করে হাউমাউ।…
টিপ্পনী:- ধরার পালা
আহাদ আলী মোল্লা
দুষ্ট যারা মিষ্টি কথায়
টালবাহানা করে,
সুযোগ বুঝে পরের জিনিস
দুই পকেটে ভরে।
স্বার্থ হাসিল হলেই তারা
সেই পুরোনো নিয়ম ধারা
মেনেই পগার পার;
যায় কি পাওয়া আর!
মন্দ কাজের ধরন…
টিপ্পনী- ভালো মানুষ খুঁজি
আহাদ আলী মোল্লা
চোরের ওপর বাটপারি হয়
চোর খেয়ে যায় ধরা,
স্বর্গ থেকে হাসে তখন
এক কুড়ি অপ্সরা।
তারাই নাকি রক্ষাকবচ
চোরকে রাখেন সৎ,
সন্ধ্যা সকাল তাদেরকে
দেন অনেক মাতামত।
চোরের পাশে চোররা থাকে…
খেয়ে খেয়েই শেষ
আহাদ আলী মোল্লা
ঘরের চাউল ঘরের ডাউল
লোকটা করেন আউল ফাউল
লুঙ্গি শাড়ি মালসা হাড়ি
সবই করেন গায়েব;
গোডাউনের সাহেব।
মসলা ভরা থাকলে বোতল
উজাড় করে হবেন কোতল
মাদকটাদক তারও খাদক
গয়নাগাটি খায়েব;…
ওরা নাটের গুরু
আহাদ আলী মোল্লা
এতো আটক অতো আটক
এসব কি গো নাটক সাটক
প্রশ্ন তোলে অনেক পাঠক
ব্যাপারখানা কী;
যায় না বোঝা ছি!
ধরছো এতো করছো এতো
লাল দালানে ভরছো এতো
কমছে না তাও ব্যবসীয়া বা
কমছে না তাও খাদক;…