সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
কারা দখলদার
আহাদ আলী মোল্লা
রাস্তা দখল হাট দখল
নদী দখল ঘাট দখল
যার ক্ষমতা তিনিই করেন
ব্যবসা দোকানপাট দখল।
খাল দখল বিল দখল
হাওড় বাঁওড় ঝিল দখল
হরহামেশা হতেই আছে
কারখানা কল মিল দখল।
জায়গা দখল বাড়ি দখল…
কেউ জানে না
আহাদ আলী মোল্লা
কী আধুনিক প্রযুক্তি;
চান্দাবাতি দিতেই হবে
শাস্তি সাজা নিতেই হবে
গরিব দুখী, মালপানি নেই
খাটবে নারে ও যুক্তি।
কিন্তু ওরা খায় না ধরা
দুনিয়াকেও ভাবে সরা
কারণ জানা নাই;
দুই পা…
শীতের দাপট
আহাদ আলী মোল্লা
শীতের দাপট হাড় কাঁপানি
মানুষ কাঁপে থরথর,
ঘোর কুয়াশায় গাছের পাতার
শিশির পড়ে ঝরঝর।
ঠা-া হাওয়ার আঁধার নামে
চতুর্পানে হিম হিম,
জাড়ের জ্বালায় নাকাল দশা
শরীর করে ঝিমঝিম।
গরিব…
দাও ছেড়ে ধুনফুন
আহাদ আলী মোল্লা
হায় রে মানুষ মানবতা কই
চারপাশে যা খেল তামাশা
দেখে অবাক হই।
কার ঘাড়ে কে কোপ বসিয়ে দেয়
কী প্রতিশোধ নেয়
বিস্মিত হই দেখে
এই বেদনা বুঝতে পারো কে কে?
মানুষ হয়ে মানুষ কোপায়
মানুষ…
আর যাবো না তবে
আহাদ আলী মোল্লা
এ কী কথা শুনছি বাবা
এরপরে কি বিদেশ যাবা
কও তো বারে বারে?
দু’কান ধরে তওবা করি
বিদেশ যাবো না রে।
বিদেশ গেলে বউরা ভাগে
হিসাব নিকাশ করছি আগে
হবে জানের জ্বালা,
আমার বউয়ের গলায়…