সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
এটাই শপথ হোক
আহাদ আলী মোল্লা
পুরোনো দিন বিদায় দিলাম কাল
নতুন দিনের সূর্যটা আজ হাসে
হারিয়ে গেছে সেই সতেরো সাল
পা রেখেছি নতুন সালের মাসে।
জীর্ণ জ্বরা ছেঁড়া ফাটার চালে
পড়বো না আর এই বছরে ঠিক
আটকাবো না…
বিড়াল ধরে দাও
-আহাদ আলী মোল্লা
চালের বাজার কাদের হাতে
জানি রে ভাই জানি,
কারা এমন দফায় দফায়
বাড়ায় পেরেশানিÑ
সবাই জানি সবাই বুঝি
বললে আরো সোজাসুজি
আমজনতা বোঝে;
কিন্তু তাদের দোষ-ত্রুটি
কে কবে আর খোঁজে।…
হায় রে চালান
আহাদ আলী মোল্লা
হায় রে চালান মেগা চালান
পড়লো ধরা মাদকের,
এখন তো খুব সমস্যা ভাই
কী হবে কও খাদকের?
মালিক বাবু জ্ঞান হারিয়ে
বকছে সকাল সাঁঝে সে,
সব খাদকের মাথায় হঠাত
পড়লো ভীষণ বাজ এসে।
প্রশ্ন…
গরিবানা হাল
আহাদ আলী মোল্লা
এই বাড়ে এই কমে সোনার দাম
তাতে কি বা আমার-তোমার আসে
নেই আমাদের ওতে কোনো কাম
ভেলকি যতোই দেখাক মাসে মাসে।
ডালভাত চাই আমরা সঠিক দামে
মাঝে মাঝে খিদের জ্বালায় মরি
বললে কি আর…