সাহিত্য পাতা
দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাহিত্য পাতার অনলাইন সংস্করণ
দিন কি আছে হক কথার
আহাদ আলী মোল্লা
পয়সা দিলেই রাস্তা ফাঁকা
জব মেলে জাল স্বাক্ষরে,
এই ঘটনা হয় কি না কন
ঠান্ডা মাথায় তাক করে।
হঠাত সেদিন যেই না হলো
সভাপতির ইন্তেকাল,
সুযোগ বুঝে এক ধড়িবাজ
চাকরি গেল কিনতে কাল।…
সুচি ও মিন অং
আহাদ আলী মোল্লা
সুচি মিন অং করিসনে ঢং
রোহিঙ্গাদের যম,
জারিজুরি বাহাদুরি
একটু করিস কম।
নর পিচাশ নারী পিচাশ
তোরা দুজন মিলে কী চাষ
বুঝ আসে না কারো,
এমন যদি করিস গদি
উল্টাবে; সরকারও।
ছাড়…
লাল দালানে ভরো
আহাদ আলী মোল্লা
ডাকাতদলের হাত থেকে কেউ
যাচ্ছে নাতো বাদ,
যতোই তুমি হও না খুনি
সন্ত্রাসী জল্লাদ।
সাহেব নেতাও পায় না রেহাই
জিম্মি সবাই আজ,
ডাকাত কে আর সাধু কে তা
যায় করা আন্দাজ?
আমার পাশে…
নুন আনতে পান্তা
আহাদ আলী মোল্লা
সোনায় কি আর পেট ভরে গো
কমে কমুক দাম,
চালের হাটই সব উন্নতির
দেয় করে বদনাম।
মোটা চালের চিকন চালের
দোষটা এখন দি’ কোন চালের
সব চালে এক বাঁশ,
আজকে খেয়ে কালকে উপোস
হিসাব করে খাস।…
চালের হাটে কারসাজি
আহাদ আলী মোল্লা
চালের হাটে কারসাজি খুব পার করি দিন অস্থিরতায়
গরিব দুখির জানের জ্বালা টেনশনে লোক বস্তিরও তাই
পাইনে এখন বাজার ঘুরে এক কেজি চাল পঞ্চাশেতেও
ধরা খেলাম গমের আবাদ খড়ের আবাদ ছন…
কেমন ভয়াল রূপ
আহাদ আলী মোল্লা
দেখুন সাহস বুকের পাটা
ওরা আমার পথের কাঁটা
মারবো ছুড়ে ময়লা ঝাঁটা
মুখে;
মারবো লাথি বুকে।
ওদের এতো সাহস কিসে
নাকি পাগল হারায় দিশে
সুযোগ পেলে ফেলবো পিষে
পাটায়;
ভূত ছাড়াবো…