এখন জেলে ভরা
দালাল তিনি ঘরের পোষা
থাকেন যত্রতত্র,
জাল জালিয়াত প্রতিদিনই
করেন কাগজপত্র।
লোকটা নাকি মন্দ
সাধারণের সঙ্গে শুধু
বাধায় নানান দ্বন্দ্ব
তার ভেতরে খোঁজে পুলিশ
প্রতারণার গন্ধ।
খারাপ…
খুন জখমের বলি যারা
আমরা কেবল পথে ঘাটে
হাজার রকম লাশ দেখি,
হত্যা জখম খুন বিষ পান
গলায় দড়ি ফাঁস দেখি।
মাসে মাসে লাশের খামাল
মর্গে গিয়ে জমা হয়,
কতো খুনের মকদ্দমা
আপসরফায় ক্ষমা হয়।
প্রভাবশালীর…
বিরোধী সব নেতার ঘরে
উঠলো ঝোড়ো হাওয়া,
অমনি গায়েব অমুককে আর
যায় না কোথাও পাওয়া।
কেউ চলে যায় বর্ডার পানে
লাভ দিয়ে যায় ভারতে,
পাস পোর্ট বা ভিসা টিসা
লাগে নাকো তার ওতে।
রাতের ঘোরে একলা ঘরে
যখন…
মূর্খতা
মূর্খতা আজ কোথায় দেখুন
কোথায় গেছে সভ্যতা,
ধর্ম মানে নয় তো বাবা
খুনের সহজলভ্যতা।
যারা ভীষণ নাদান বেকুব
যাদের ভেতর অজ্ঞতা-
নেই কো যাদের ধর্ম বোঝার
ন্যূনতম যোগ্যতা
কিংবা যাদের নেই কো…
বোকা স্বার্থপর
মো. মাহফুজুল হোসেন
মানুষ তুমি, বোকা স্বার্থপর,
লাভ হতো তোমার, যদি স্বার্থপর হতে তুমি নিজের জন্য,
স্বার্থপর তুমি ওয়ারিশের জন্য,
স্বার্থপর তুমি পরিবারের মানুষগুলোর জন্য।…
পারলে বুঝে ন্যাও
মাদক করেন পাইকারি সেল
ফটকা নেতার চ্যালা,
দেশ কাঁপানো রাঘবগুলোর
তারচে’ বেশি ঠ্যালা।
মাদক থাকে বদ কতিপয়
পোশাকধারীর ট্যারে,
সেই মাদকের জন্য দেশে
এত্তো বয়ান ক্যা রে?
জনখাটারা…
ছিনতাই
ছিনতাই ডাকাতি বা চুরি হয় রোজ
লোক মরে গুলি খেয়ে কে বা নেয় খোঁজ
সারা দেশে রোডে ঘাটে কত পড়ে লাশ
কোথা আছে স্বস্তির খাঁটি নিঃশ্বাস?
রাহাজানি চাঁদাবাজি তাও চলে ঠিক
জীবনের বাঁকে বাঁকে শুধু…