স্টাফ রিপোর্টার: সাড়ে ৯শ গ্রাম গাঁজাসহ র্যাবের হাতে ধরাপড়েছে জীবননগর মিনাজপুরের আকাশ (২১)। মঙ্গলবার রাতে তাকে তার নিজ গ্রাম থেকে র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর একটি চৌকসদল গাঁজাসহ তাকে আটক করে। বুধবার মামলাসহ তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল জীবননগরের মিনাজপুরে অভিযান চালায়। মিনাজপুর ঈদগাঁর নিকট থেকে তাকে আকাশকে আটক করা হয়। সে ওই গ্রামেরই কাউছার আলীর ছেলে। আকাশেল নিকট থেকে ৯শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব বলেছে, আকাশ মাদক পাচারকারী। দেশের অভ্যন্তরে ওই গাঁজা পাচারের জন্যই সে আমদানি করেছিলো।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ