স্টাফ রিপোর্টার: পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব কিছুটা কমতে পারে আজ। ফলে দিনের তাপ গতকালের মতো থাকলেও আজ রাত থেকে থার্মোমিটারের পারদ কিছুটা নামতে পারে। এরকমই তথ্য দিয়ে ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও মংলায় ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মরসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
 

