প্রবীণরা আমাদের অভিভাবক তাদের সম্মান করা সকলের নৈতিক দায়িত্ব

দর্শনায় শ্রেষ্ঠ সন্তান ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদানকালে ইউএনও সানজিদা বেগম

দর্শনা অফিস: দর্শনায় শ্রেষ্ঠ সন্তান, প্রবীণদের সম্মননা প্রদান, হুইল চেয়ার ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে দর্শনা পুরাতন বাজার প্রবীণ কমিটি কার্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশন ও প্রবীণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম বলেন, প্রবীণরা আমাদের অগ্রজ, আমাদের অভিভাবক ও আমাদেরই আপনজন। তাদের কোনোভাবেই অবহেলা করা উচিৎ নয়। প্রবীণদের হাত ধরে যেমন বেড়ে উঠেছি, শিখেছি ও শিখছি তাদের কাছ থেকেই। প্রবীণরা যাতে কোনোভাবে কষ্ট না পায়, সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে। সকলকেই মনে রাখতে হবে প্রবীণরা আমাদের অভিভাবক ও প্রিয়জন। তাদের সম্মান করা সকলের নৈতিক দায়িত্ব। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা কামরুজ্জামান যুদ্ধ। সাংবাদিক হানিফ ম-লের প্রাণবন্ত উপস্থাপনায় দর্শনায় বাবা-মায়ের সেবা করায় শ্রেষ্ঠ সন্তানের পুরস্কার স্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন ঝিনাইদাহ ম্যাটস’র অধ্যক্ষ, দর্শনা মুক্তি ক্লিনিকের পরিচালক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট সিএ্যান্ডএফ ব্যবসায়ী সমাজ সেবক আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি হালসনা ও যুব সমাজসেবক লাবলুর রহমান। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শ্রেষ্ঠ প্রবীণের পুরস্কার পেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদর উদ্দিন, শিক্ষক মোনাজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সমাজসেবক হুমায়ুন কবীর ও সিরাজুল ইসলাম। এ সময় তিন প্রতিবন্ধি ব্যক্তিকে হুইল চেয়ার দেয়া হয়েছে। শেষে ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More