কার্পাসডাঙ্গা প্রতিনিধি: ‘বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি’-এ যেন ছিল বন্ধুদের এক মহামিলন মেলা, ছিল প্রাণের উচ্ছ্বাস। দামুড়হুদা উপজেলার নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৯৮৬ ব্যাচের স্কুলজীবনের বাল্যবন্ধুদের পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা হারিয়ে গিয়েছিলো স্মৃতি রোমন্থনে। দিনজুড়েই ছিল শৈশব, কৈশোর আর যৌবনের শত শত গল্প। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আমির হোসেন ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মজিবর রহমান। এ সময় ১৯৮৬ ব্যাচের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী হারুন উর রশিদ খান ও আব্দুর রশিদ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করা হয়।
দামুড়হুদার নাটুদা হাইস্কুলের বন্ধু মিলন কমিটি গঠন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী নাটুদা হাইস্কুলের ১৯৮৬ ব্যাচের বন্ধু মিলন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনাসভা শেষে কমিটি গঠন করা হয়। আব্দুর রশিদ সভাপতি ও হারুন অর রশিদ সাধারণ সম্পাদক এবং রমজান আলীকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়। এ সময় জালাল উদ্দিন, আজমত, লিটন, বাবলু, আক্তার, ফারুক, রমজান আলী, হারুন অর রশিদ, আব্দুর রশিদ, ভিক্টরিয়া সীমা ও লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.