চুয়াডাঙ্গা ইসলামী যুব আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত সভাপতি শফিউল সাধারণ সম্পাদক মারিফুল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত পরশু শুক্রবার দৌলাতদিয়াড় তাসনীম নূর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মীর শফিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এমএ হাসিব গোলদার। সাধারণ সম্পাদক মুহাম্মাদ জামাল উদ্দীন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি প্রকৌশলী তুষার ইমরান সরকারসহ সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে বিগত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে, দেশ ও জাতীকে দেয়ার মতো তাদের কাছে আর কিছুই নাই। দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছে তারা, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে। তারা এদেশের মানুষের আস্থা থেকে উঠে গেছে। তাদের আদর্শ নতুন করে দেখানোর কিছু নেই। তিনি আরও বলেন, যুবকরা যখন আত্মশুদ্ধি ও আল্লাহর পথে সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। সকল লুটেরা, চরিত্রহীনদের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পি আর সিস্টেম নির্বাচনে প্রত্যেক ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। পি আর পদ্ধতির জন্য আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করে পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করবো। সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর শফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ জামাল উদ্দীন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জেলা দায়িত্বশীল মুহাম্মাদ ফাহিম ফয়সাল, মাওলানা আবু হুরাইরা, মাওলানা মারিফুল ইসলাম, লিটন মিয়া, আব্দুর রহিম, হাবিবুর রহমান, মুফতি তাসনীম কাওছার, নাহিদুজ্জামান, আনারুল ইসলাম, হামিদুল হক, রাকিব হাসান শুভ, মাওলানা হানজালা হুসাইন, আরিফুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ, মুস্তাকিম রহমানসহ থানা নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More