জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ১৯৫ বোতল ভারতীয় মদ ও ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মাধবখালী বিওপির সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী সীমান্তের ইদুর আম বাগানের ভেতরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামিবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার ৫শ টাকা। গয়েশপুর বিওপির নায়েব সুবেদার আলী হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর উত্তরপাড়ার একটি আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। এসময় আসামিবিহীন অবস্থায় ৯৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৪৭ হাজার টাকা এবং উথলী বিওপির হাবিলদার শাহনুর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের শিংনগর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামিবিহীন অবস্থায় ১৩ কোজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৪৫ হাজার ৫শ’ টাকা। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সাইফুল ইসলাম উপরোক্ত মাদকদ্রব্য উদ্ধারের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.