দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছোবিড়াল হত্যা করায় ৩জনের নামে বন বিভাগ দর্শনা থানায় মামলা দায়ের করেছে। গতকাল শনিবার দুপুরে দামুড়হুদার দর্শনা থানায় এই মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মেছোবিড়াল হত্যায় আলমগীরকে (৩০) আটক করেছে। আটককৃত আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলাপাড়ার মৃত সহিদুল ইসলামের ছেলে। অপরদিকে একই গ্রামের হারুনের ছেলে মিন্টু ও ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম পালাতক রয়েছে। গত শুক্রবার (২১ মার্চ) দুপুরে এই মেছোবিড়াল মারার ঘটনাটি ঘটে।
ওই ইউনিয়নের কুড়ুলগাছি ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, ধান্যঘরা গ্রামে আলমগীরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। কয়েক দিন আগে সে বাড়ির পাশে একটি মেছোবিড়াল দেখতে পান। মেছোবিড়াল আলমগীরের হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কায় সে মিন্টু ও সাইফুল ইসলাম মিলে প্রাণিটি মারার জন্য প্রায় সময় টেটা নিয়ে পাহারা দিতো। গত শুক্রবার দুপুরে টেটা নিয়ে ধানক্ষেতে মেছোবিড়ালটি দেখতে পেয়ে আলমগীর টেটা বিদ্ধ করে টেনে হিঁচড়ে রাস্তার ওপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেটা বিদ্ধ থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে বিড়ালটি মারা যায়।
খবর পেয়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে অপরাধ। এরপর বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বন বিভাগ কর্মকর্তাকে মামলা দেয়ার পরামর্শ দেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার স্যার ঘটনাস্থলে পৌঁছে মেছোবিড়ালটি হত্যাকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মামলা দেয়ার পরামর্শ দিয়েছেন বন বিভাগের পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দেয়া হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমির বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যপ্রাণী হত্যা ঘটনার দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে তিন জনের নামে দর্শনা থানায় মামলা করেছে। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে বাকিদের আটকের অভিযান চলছে।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর-ঝিনাইদহে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.