কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ টাকার ভয়ংকর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের কোর্ট রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও গয়না উদ্ধার করা হয়। বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোল এক্সপ্রেসে করে এলএসডি ও সিটি গোল্ডের গহনার একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন তথ্য পেয়ে বিজিবির বিশেষ টহল দল কোর্ট স্টেশনে অবস্থান নেয়। বিকেল ৪টা ২০মিনিটের দিকে ট্রেনটি কোর্ট রেলস্টেশনে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ৯৪৮ পিস সিটি গোল্ডের গয়না উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে আইন অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.