আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ভোলারদাইড় গ্রামের গাঁজা ব্যবসায়ী রফি পালিয়ে গেলেও আলমডাঙ্গা পৌর এলাকার ট্যাপেন্টাডল ব্যবসায়ী শাহিন ও খাইরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলারদাইড় থেকে ৭৫০ গ্রাম গাঁজা ও আলমডাঙ্গা পৌর এলাকা থেকে ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল শনিবার অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভা এলাকার নওদাবন্ডবিল গ্রামের ওলিদুল ইসলামের ছেলে শাহীন (২৬) ও গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৪৬) বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী শামসুল আলক সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। শাহীন ও খাইরুলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলারদাইড় গ্রামের মাদক ব্যবসায়ী রফির বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মৃত আলেম বক্সের ছেলে রফি (৪০) ও তার দুই সহযোগী পালিয়ে যায়। তার বাড়ি থেকে ৭৫০ গ্রাম গাঁজা ও একটি পাখিভ্যান উদ্ধার করে পুলিশ। রফি ও তার দুই সহযোগীকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.