স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় খ্রিস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় নেতাকর্মীদের সাথে পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে ২০ এপ্রিল ২০২৫ তারিখ স্টার সানডে পালন করার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ তৎপর রয়েছে জেলা পুলিশ। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করছে এবং অনলাইনে গুজব প্রতিরোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারসহ খ্রিস্টান ধর্মীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.