স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রী শাজাহান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ সদস্যের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি পুলিশ সদস্যকে ‘চৌদ্দগুষ্টি’ শেষ করে দেয়ার হুমকি দেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোববার অন্যান্য আসামিদের সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় পুলিশের সঙ্গে তিনি বাগবিত-ায় জড়ান। আসামিকে আদালতে হাজির করানোর সময় হ্যান্ডকাফ পরানো হয়। শাজাহান খানকে হ্যান্ডকাফ পরাতে গেলেই বাঁধে বিপত্তি। তিনি বেঁকে বসেন। এ সময় পুলিশ সদস্য জোরাজুরি করলে তিনি তাকে চৌদ্দগুষ্টি নির্মূলের হুমকি দেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.