গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিএনপির চলমান কাউন্সিল কার্যক্রম বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল রোববার রাত ৮টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের প্রধান সড়কে এ মশাল মিছিল করা হয়। মিছিলেন নেতৃত্বে ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ বিএনপি নেতাতকর্মীবৃন্দ। সম্মেলন নিয়ে তাদের অভিযোগ, ওয়ার্ড পর্যায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কাউন্সিলর নির্বাচন করা হয়নি। তাদের তালিকাও প্রকাশ করা হচ্ছে না। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা তাদের মনোপুত লোকজনকে তালিকাভুক্ত করে কমিটি গঠন করে যাচ্ছেন। আজ সোমবার কাজিপুর ইউনিয়ন বিএনপির সে সম্মেলন করা হবে তা সহ সকল সম্মেলন বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করার আহ্বান জানান মশাল মিছিলকারীরা। মিছিলে কমিটি গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে নানা সেøাগান দেয় নেতাকর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের আসাদুর ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.