জীবননগরের আন্তঃপৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জীবননগর ব্যুরো: জীবননগরে আন্তঃপৌর ওয়ার্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় জীবননগর স্টেডিয়াম মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড একাদশ ও ৮ নম্বর ওয়ার্ড একাদশ অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহ-সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী, সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফ, জীবননগর পৌর কৃষক দলের সদস্য সচিব নাজমুর সবুর খান, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব মনির হোসেন, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, জীবননগর পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব বাদশা মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক কিরণ হাসনাত রাসেল, ১নম্বর আহ্বায়ক সদস্য মাহফুজুর রহমান, সততা টেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হক খোকন, মৌরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হামিদ, ভাই ভাই ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জসীমউদ্দিন, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুউল্লাহ ফয়সাল, কোষাধ্যক্ষ মামুন পারভেজ, মোকছেদুর রহমান রিমন, মনিরুল, ইকবাল হাসান চাঁদ, তৌফিকুজ্জামান শ্রাবণ মানিক, মোমিন, তরিকুল, ইলিয়াস, মধু, সরোয়ার হোসেন, সাইদুর রহমান, মাসুম, আব্দুল গাফফার, জাহাঙ্গীর, হাবিবুর রহমান, রুহুল আমিন রিটোন, রশিদ, তুহিনুজ্জামান, মামুন নিরব প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, মাদক থেকে দূরে থাকতে যুবসমাজের খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা যেমন একদিকে মন ভালো রাখে অপরদিকে খারাপ কাজ থেকেও দূরে রাখে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অনেক খুশি। আগামীতে জীবননগরে খেলাধুলার ক্ষেত্রে যেকোনো বড় টুর্নামেন্টে আয়োজনের জন্য আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। খেলায় ৮ নম্বর ওয়ার্ড ১৫ রানে ৩ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More