মাথাভাঙ্গা মনিটর: কিছুদিন আগে ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা মিয়ানমার। তীব্রতা এতটাই ছিল যে, সেই ভূমিকম্পের প্রভাব পৌঁছায় থাইল্যান্ডের ব্যাংককেও। প্রভাব পৌঁছে যায় ভারতের কলকাতাতেও। আর সেই ভূকম্পনের জেরে এবার মাটি ফুঁড়ে বেরিয়ে এলো প্রাচীন এক সৌধ। বিশেষজ্ঞদের দাবি, প্রাচীন এই সৌধটি আদি যুগের কোনো এক রাজপ্রাসাদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের ভাষ্য, এটি জলসৌধ বা ওয়াটার প্যালেস হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ মধ্য মিয়ানমারের ওই স্থানে বহু আগের ভূ-প্রাকৃতিক গঠন তেমনটাই বলছে। জলসৌধ বা ওয়াটার প্যালেস আদতে কী? এর একটি প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে ভারতে অবস্থিত রাজস্থানের জলমহল থেকে। রাজস্থানের জলমহলটি ঠিক পানির ওপর দাঁড়িয়ে থাকা একটি সৌধ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.