দর্শনা অফিস: দর্শনার সাংবাদিক ইকরামুল হক পিপুলকে হুমকির অভিযোগে বিএনপি নেতা নাহারুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলার একটি বাগানে গাছ কাটাকে কেন্দ্র করে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য নাহারুল ইসলাম মাস্টার মোবাইল ফোনে হুমকি-ধামকি দেন বলে অভিযোগ তোলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে জরুরি বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক রাত ১০টার দিকে থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক পিপুল। তবে পিপুলকে হুমকির ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে নাহারুল ইসলাম মাস্টার জানান, আমি কাউকে কোনো হুমকি দেইনি। আমার বিরুদ্ধে জয়রামপুর কাঁঠালতলায় বদনাম করেছিলেন পিপুলকে সে কথা জানতে চেয়েছি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.