দর্শনা অফিস: দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান ইনুসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপন বৈঠককালে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ফ্যাসিস্ট সরকারের দোসর শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু (৪৯), আবু হানিফের ছেলে শহিদুল ইসলাম (৫০), একই ইউনিয়নের প্রতাপপুরের আব্দুল হামিদের ছেলে সোহেল আহমেদ (২৯) ও দোস্তগ্রামের আরিফ (৩০)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাদের গোপন বৈঠককালে গ্রেফতার করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.